দীর্ঘ ২৭ মাস পর আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দুই দেশের মধ্যে বাস চলাচল এত দিন বন্ধ ছিল।
শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনরায় বাস সার্ভিস উদ্বোধন হয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাভাবিক সময়ে বাংলাদেশ-ভারতের পাঁচটি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।
পাঁচটি রুটের মধ্যে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি চারটি রুটে আজ থেকে বাস সেবা চালু হচ্ছে বলেও জানিয়েছে বিআরটিসি।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ