দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ২১জন। বুধবার (১ জুন) রাজবাড়ী, রংপুর ও খুলনা জেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- মো. নাসির (৩৫), নয়ন শেখ (৯), মো. ইউসুফ (৬), মরিয়ম (৪০), মর্জিনা বেগম (৪০), শিলা খাতুন (২০) ও মশিরন বিবি (৬০)।
রাজবাড়ীর কালুখালী উপজেলা চাঁদপুর রেলগেট এলাকায় সকাল ৯টার দিকে ট্রাক, প্রাইভেটকার ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন।
পাংশা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এরপর হাসপাতালে নেয়ার পথে আরো চারজন মারা যান।’ আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘কুষ্টিয়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে এর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায় নি।’
পুলিশ জানিয়েছে, খুলনায় বুধবার সকালে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার আগে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
নিহতেরা হলেন- সাতক্ষীরার খলিসখালী গ্রামের আলী ওসমান ও খুলনার গোলনা গ্রামের আব্দুল খালেক (মোটরসাইকেল আরোহী)। আলী ওসমান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন এবং আবুল খালেক ছিলেন গাছ কাটার শ্রমিক। সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক বলেন, বেপরোয়া গতিতে সাতক্ষীরাগামী বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা মারে এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এবং আটজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, বুধবার সকালে রংপুরের গঙ্গাছড়া উপজেলার বড়াইবাড়ি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ২২ বছর বয়সী এক নারী নিহত এবং তার স্বামী ও তাদের নাবালক শিশু আহত হয়। নিহত দিথি বেগম মো. মাহমুদের স্ত্রী।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বেলা ১১টার দিকে ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দিথির মৃত্যু হয়। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর শত শত প্রাণহানি ঘটছে।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ