ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-দিল্লি বৈঠক হচ্ছে না ৩০ মে

প্রকাশনার সময়: ২৮ মে ২০২২, ১৩:১৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে এই বৈঠক হওয়ার কথা ছিল। শনিবার (২৮ মে) ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩০ মে এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে।’

তিনি আরো বলেন, ‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি। তাই আমরা মনে করি, সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।’

উল্লেখ্য, নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান। দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে চলতি মাসের ৩০ তারিখ পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। তবে কি কারণে বৈঠকের তারিখ পরিবর্তন হয়েছে, তা জানা যায়নি।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ