ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

প্রকাশনার সময়: ১৬ মে ২০২২, ০০:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা।

রোববার (১৫ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ করেন ছাত্রলীগের ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্চু আহমদ।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ১৪ মে রাত আনুমানিক ১০টায় শাহবাগ থানাধীন আমার বাসায় বসে দেখতে পাই বিবাদীর ফেইসবুক পেইজের মাধ্যমে ’শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কী অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাকে নিয়ে এত কিছু করার কিছু নাই’ লিখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়ে যাওয়ায় সাধারণ নেটিজেনরা এর প্রতিবাদ করেন। বিবাদীর ফেইসবুক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন বাজে মন্তব্য করায় রাষ্ট্রের জন্য চরম মানহানিকর।

এ সংক্রান্ত অভিযোগ দায়েরের বিষয়টি শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে এম সাচ্চু জানান, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। তাই উক্ত ঘটনার বিষয়ে নুরুল হক নুরের বিরুদ্ধে আমরা ঢাকা আইন জেলা ছাত্রলীগ, শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করলাম।

এদিকে, ওই ফেসবুক পোস্টের ব্যাপারে জানতে নুরুল হক নুরকে ফোন দেয়া হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ