পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষে গাড়ি পারাপার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ১২৬ টাকা। গত চারদিনে ছয়টি রুটে ফেরিতে ৭৪ হাজার ২৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ যানবাহন পারাপার করে বিআইডব্লিউটিসি এ অর্থ আয় করে।
সোমবার (২ মে) বিআইডব্লিউটিসি’র এক পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট ৪৯টি ফেরিতে এ যানবাহন পারাপার হয়েছে।
বিআইডব্লিউটিসি’র হিসাব অনুযায়ী- গত ২৮ এপ্রিল ১৪ হাজার ২৮৯টি গাড়ি পারাপার হয়েছে। আয় হয়েছে এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ২০৩ টাকা।
২৯ এপ্রিল গাড়ি পারাপার হয়েছে ১৯ হাজার ৭১৫ টি, যা থেকে আয় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার দুই টাকা।
এছাড়া ৩০ এপ্রিল ২০ হাজার ৭০৩ টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে এক কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬১২ টাকা।
গতকাল রোববার (১ মে) ১৯ হাজার ৫৪৬টি গাড়ি পারাপার করে বিআইডব্লিউটিসির রুটে ফেরিগুলো এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৯ টাকা আয় করেছে।
প্রসঙ্গত, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর শরীয়তপুরসহ ছয়টি রুটে যানবাহন পারাপার হয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ