ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২২, ২৩:১৩

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। শনিবার (১৬ এপ্রিল) দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের (১৪ হাজার ৭৮২ মেগাওয়াট) রেকর্ড হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে এ রেকর্ড হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ (১৬ এপ্রিল) রাতে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এর আগে গত ১২ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ