ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে হরতালের সমর্থনে গণসংযোগ

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২২, ১৯:২৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ ডাকা হরতালের সমর্থনে গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে পুরানা পল্টন, দিলকুশা ও মতিঝিলে গণসংযোগ ও হরতালের প্রচারপত্র বিলি করেন তারা।

গণসংযোগকালে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দলের সব ধরনের উসকানি, হামলা ও আক্রমণ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের মানুষ বাঁচার প্রয়োজনে রাস্তার নেমে স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করবে।

তিনি আরও বলেন, এ হরতাল বাজার দখলকারী মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে, বাজারের নৈরাজ্যের বিরুদ্ধে। এ হরতাল মানুষকে রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে, অতি আবশ্যক খাদ্যপণ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে।

গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সাজ্জাদ জহির চন্দন, মানস নন্দি, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, ডা. জয়দীপ ভট্টাচার্য, বিধান দাস, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ