কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার গলব্লাডারে পাথর ধরা পড়েছে।
গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন।
মঙ্গলবার পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কাদের সিদ্দিকী।
এরইমধ্যে তার বড়ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক অব্দুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু হাসপাতালে বঙ্গবীরকে দেখে গেছেন।
গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গলব্লাডারে পাথর ধরা পড়ে। কিন্তু করোনা শনাক্ত হওয়ার তখন তার অস্ত্রোপচার সম্ভব হয়নি।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।’
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ