ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় ডোজের চার মাস পরই বুস্টার নেয়া যাবে

প্রকাশনার সময়: ১৬ মার্চ ২০২২, ১৪:৩৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস হলেই বুস্টার ডোজ নেয়া যাবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যন্ত সফলভাবে টিকা কার্যক্রম চলছে। করোনার সময় যখন অনেক সেবা বন্ধ ছিল, সে সময় হাসপাতালগুলোতে সেবা চলেছে। আমরা করোনার সেবার পাশাপাশি অন্য রোগীদেরও সেবা দিয়েছি। এখন দেশে করোনা সংক্রমণ কমে এসেছে। তবু আমাদের হাসপালগুলোতে এখনো একসঙ্গে দুটি সেবাই দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগামীকাল জাতীর জনকের ১০২তম জন্মদিন। এই উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শিশুদের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পেলে দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ অনেকে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ