ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাজারে তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দামবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

শুক্রবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজের সরবরাহ কমায় পেঁয়াজের দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পেঁয়াজ নিতে আসা রায়হান কবির জানান, পেঁয়াজ নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য। প্রায় সব ধরনের রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু প্রায় এই পেঁয়াজের দামবৃদ্ধি হয়ে থাকে। এতে আমরা নিম্ন আয়ের মানুষগুলো বিপাকে পড়েছি। সেই সঙ্গে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও জানান ক্রেতারা।

হিলিবাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, গত তিন দিন আগে দেশি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু এখন দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের আমদানিও কম। সেই জন্য দামবৃদ্ধি পেয়েছে। সরবরাহ বৃদ্ধি হলে আবারও দাম কমতে পারে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ