ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবাসীদের ৪ ধরনের টিকার অনুমোদন দিলো সৌদি

প্রকাশনার সময়: ১৬ জুলাই ২০২১, ০৪:১৩

সৌদি আরব যেতে করোনার ৪ ধরনের টিকা গ্রহণযোগ্য বলে অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

এই চারটি টিকা হলো- ফাইজার বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা এবং জনসন এন্ড জনসন। বাংলাদেশ থেকে যারা সৌদিতে যাবেন, তারা এই চার ধরনের টিকা থেকে যেকোনো একটি দিলেই তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, টিকার পূর্ণ ডোজ ছাড়া বাংলাদেশি অভিবাসীরা সৌদিতে গেলে তাদের বাধ্যতামূলকভাবে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে, ইকামাধারী যারা সৌদিতে টিকা নিয়েছেন এবং ছুটিতে দেশে আছেন এবং যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হবে না।

তবে, পিসিআর নেগেটিভ সার্টিফিকেট লাগবে বলে জানায় দূতাবাস।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ