ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরাজয়ের পর যা বললেন তৈমূর

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২২, ২০:৫৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ২০১১ সালের নির্বাচনে তিনি নন বরং তার দল (বিএনপি) বসে গিয়েছিল।

রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নাসিক নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তৈমূর বলেন, “আমি যখন নির্বাচনে দাঁড়াই, অনেকেই আমাকে প্রশ্ন করেন, ‘আপনি কি আবারও বসে যাবেন?’ আমার কাছে এর উত্তর আছে। আসলে ২০১১ সালের নির্বাচনে আমি বসিনি, আমার দল বসে গেছিল। এরপর ২০১৬ সালের নির্বাচনে দল আমাকে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি।”

উল্লেখ্য, টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার নাসিক নির্বাচনে বিজয়ী হলেন।

ঘোষিত ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ