ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:১৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:২৫

আগামীকাল সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংলাপে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত জানতে প্রত্যেক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরই অংশ হিসেবে সোমবার আওয়ামী লীগের সঙ্গে এ সংলাপে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহা. ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ