ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘উৎসবে বাধা নেই, তবে বিশৃঙ্খলা যেন না হয়’ 

প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২২, ০১:৪১

বর্ষবরণে উৎসবের নামে কোনো অপস্কৃতি না করার অনুরোধ জানিয়ে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, উৎসবে কোনো প্রকার বাধা নেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে উৎসবের নামে নগরবাসীর কোনো অসুবিধা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে গুলশান-২ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব প্রধান।

তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নতুন বর্ষবরণে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক পাড়াসহ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র‍্যাবের হেলিকপ্টার টিম, বোম ডিসপোজাল টিমসহ সব ধরনের প্রস্তুতি রাখা রয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ