ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দুই ডোজের আওতায় ৫ কোটি ৩ লাখের বেশি মানুষ

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ০২:৪১
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিনদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, সারাদেশে মঙ্গলবার ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ১ হাজার ২৫৯ জন স্কুলশিক্ষার্থী ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে। মঙ্গলবার ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ