ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চতুর্থ ধাপে আ.লীগ-স্বতন্ত্র হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩

দেশে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত রবিবার সারা দেশে ৮৩৪টি ইউপির ভোট সম্পন্ন হয়। এর মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ৭৯৯টি ইউপির ফলাফল এসেছে।

গোলযোগের কারণে বিভিন্ন ইউপির ১৬টি ভোটকেন্দ্র স্থগিত রয়েছে। দুর্গম এলাকায় অনুষ্ঠিত ইউপির ফলাফল সোমবার রাত পর্যন্ত ইসিতে এসে পৌঁছায়নি। ইসির প্রাপ্ত ফলাফলে এই ধাপেও ভালো ফলাফল করেছে স্বতন্ত্র প্রার্থীরা।

অন্যদিকে এই ধাপে তেমন বেশি সুবিধা করতে পারেনি আওয়ামী লীগের প্রার্থীরা। এখন পর্যন্ত চতুর্থ ধাপের ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানসহ ৩৯৭টি ইউপিতে আওয়ামী লীগ জয়লাভ করেছে। সরাসরি ভোটে জয়ী হয়েছে ৩৪৯টি ইউপিতে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৩৯২টি ইউপিতে সরাসরি জয়লাভ করেছে। এছাড়াও জাতীয় পার্টি-জাপা ছয়টি, জাতীয় পার্টি-জেপি একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটি ও জাকের পার্টি-একটিতে জয়ী হয়।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপি-জামায়াত সমর্থিত। কেননা বিএনপি আনুষ্ঠানিকভাবে ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন। এখন পর্যন্ত চার ধাপে প্রায় ৩ হাজার ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে।

ইসি থেকে প্রাপ্ত ইউপির ফলাফলে আওয়ামী লীগ প্রায় ১ হাজার ৭০০ ইউপিতে জয়লাভ করেছে। সাড়ে ১২’শ ইউপিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের। এর মধ্যে জাতীয় পার্টি-জাপা ৩৬টি ইউপিতে জয়লাভ করে। জাতীয় পার্টি-জেপি-ছয়টি ইউপিতে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতটিতে। বাকিগুলো জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, জমিয়তে উলামায়ে দলের প্রার্থীরা বিজয়ী হন।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশে ১ হাজার ইউপিতে তৃতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হয়। তবে ভোটের আগেই ১০০ ইউপিতে ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। এর মধ্যে ৯৯ জনই আওয়ামী লীগের। ফলে ৯০০ ইউপিতে চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৪৪৫টি ইউপিতে জয়লাভ করেছে।

আওয়ামী লীগ জিতেছে ৫২৪ (বিনা প্রতিদ্বন্দ্বিতা ৯৯সহ) ইউপিতে। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি-জাপা ১৭টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জমিয়তে উলামায়ে একটি করে ইউপিতে বিজয়ী হয়।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ৮৩৪টি ইউপির মধ্যে ৪৮৬টিতে জয় পেয়েছিল ক্ষমতাসীন দলের প্রার্থীরা। যার মধ্যে আবার ভোট ছাড়াই চেয়ারম্যান হন ৮১ জন। স্বতন্ত্রভাবে জয়ী হন ৩৩০ জনের মতো প্রার্থী। এই ধাপে দুই শতাধিক ইউপিতে জয় তুলে নেয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

অন্যদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনকারী বিএনপির প্রার্থীরা স্বতন্ত্রভাবে শতাধিক ইউপিতে জয় পায়। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ১৮টি ইউপিতে জয়ী হয়। এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় অনুষ্ঠিত ৩৬৪ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগ জয় পেয়েছিল। যদিও ঐ ধাপেও ৭৩ জন আওয়ামী লীগের চেয়ারম্যান ভোট ছাড়াই নির্বাচিত হন। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন।

এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে ৩৪৯ জন। বাকি দুই জন স্বতন্ত্র। মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিড়িক পড়ে। উল্লেখ্য, পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে আগামী ৫ জানুয়ারি এবং ৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ