ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব। এর আগে, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওই লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নৌ আদালত।
রোববার (২৬ ডিসেম্বর) মামলা দায়েরের পর গ্রেফতার পরোয়ানা জারি করেন নৌ-আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম। নৌ-আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ-আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন- লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ