ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গির্জায় গির্জায় নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২১, ০৭:১৬
সংগৃহীত ছবি

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল গির্জায় এরইমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাজধানীর গির্জাগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, ক্রিসমাস ডে উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পোশাকে ডিউটির পাশাপাশি সাদা পোশাকেও গির্জাগুলোতে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রতিটি গির্জার প্রবেশ মুখে থাকবে আর্চওয়ে। দিবসটি উদযাপনে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে যোগাযোগ করে পুলিশের সহায়তা নেয়া যাবে।

পুলিশের পাশাপাশি বড়দিন উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকেও নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বড়দিন উপলক্ষে ডিউটি জোরদার করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে তল্লাশি চৌকি। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ