রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ স্বপন কুমার সরকার (৬২) নিহতের ঘটনায় গাড়ি চালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে র্যাব ১০-এর সিনিয়র সহকারী পরিচালক এনায়েত কবির বলেন, ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় আমরা গাড়িচালক মোর্শেদকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে দক্ষিণ সিটির ময়লার গাড়ির বৈধ চালক কিনা এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এরআগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে য়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে ময়লার গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ