ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মঙ্গলবার বুস্টার ডোজ পাওয়াদের সংখ্যা কত? 

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ০০:৪১
সংগৃহীত ছবি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ গত রোববার থেকে দেয়া শুরু হচ্ছে। মঙ্গলবার ১০ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ দশ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ছয়জন এবং নারী চারজন। তাদের প্রত্যেককে ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়েছে।

এছাড়াও মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪ লাখ ৮৬ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয় এবং ৮ লাখ ১১ হাজার ২০২ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট চার কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪২৫ জন।

সেই সাথে এদিন শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেয়া হয় ১ লাখ ৫৭ হাজার ৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক হাজার ৯৩৬ জন শিক্ষার্থীকে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ২৩ লাখ ১৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই লাখ ৯০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ