ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমছে তাপমাত্রা, জেঁকে বসছে শীত 

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:২৩
সংগৃহীত ছবি

পৌষের প্রথম সপ্তাহেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিশেষ করে এক দিনের ব্যবধানে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, কুয়াশা বাড়ার পাশাপাশি ঠান্ডা বাতাস আগের চেয়ে বেশি বইছে। ফলে শীতের অনুভূতি দ্রুত বাড়ছে। আগামী মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, গত দুই দিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা থাকছে। ওই দুই জেলাসহ উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় দিনের তাপমাত্রা আরও কমেছে। ফলে সারা দেশে কমবেশি শীতের অনুভূতি বেড়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকাজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে। শৈত্যপ্রবাহের তাপমাত্রা আরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা কমেনি। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেড়েছে। মঙ্গলবার থেকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ