ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ২১:৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলকাতায় কলকাতায় যাত্রা শুরু করলো বাংলাদেশের প্রথম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড: এ.কে আব্দুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা বহির্বিশ্বে স্থাপিত সব বাংলাদেশি মিশনের মধ্যে সর্বাধিক ভিসা ইস্যুকারী মিশন। ভারতীয় নাগরিকদেরকে উন্নত ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার কলকাতা মিশনে ভিসা আউটসোর্সিং এর উদ্যোগ গ্রহণ করেছে।

কলকাতার সল্ট লেকের সেক্টর ফাইভের এই আবেদন কেন্দ্রে সোম থেকে শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আর দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

সব রকমের ভিসা প্রসেসিং এর জন্য মূল্য ধার্য করা হয়েছে জিএসটিসহ ৮২৬ রুপি। বর্তমানে বাংলাদেশের ভ্রমণার্থীদের ভারতীয় ভিসার জন্য আবেদনের খরচের সঙ্গে সঙ্গতি রেখেই এই ফি ধার্য করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ