ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যাত্রীর লাগেজে ১ কেজি ১৬০ গ্রাম সোনা

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ১১:১৭
সংগৃহীত ছবি

ঢাকা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত সাদ্দাম হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। যার ওজন এক কেজি ১৬০ গ্রাম। জব্দ হওয়া সোনার আনুমানিক বাজার মূল ৭৩ লাখ টাকা।

বুধবার রাতে ঢাকা কাস্টম হাউজের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বুধবার বিকেলে সাড়ে ৩টায় বগুড়ার বাসিন্দা সৌদি আরব থেকে বিজি-৪০৪০ নামে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ের সময় লাগেজের ভেতরে সোনার অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

আরও বলা হয়, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সাদ্দামের ব্যাগের ভেতর থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ