পাকিস্তান-বাংলাদেশ ক্রিকেট ম্যাচে বাংলাদেশি পাকিস্তানী সমর্থকদের দেশটির পতাকা-জার্সি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে না দিয়ে আলোচনায় আসা সংগঠন 'পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য' এর ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার দিবাগর রাত ১০ টার দিকে সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হামজা রহমান অন্তর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত অন্যান্যরা হলেন-
সহ-সভাপতি - নিশাত বিজয়
সহ-সভাপতি - সুরঞ্জিত বৈষ্ণব
সহ-সভাপতি- বিদ্যুদ্বিকাশ মজুমদার অপুসাধারণ সম্পাদক (কার্যকরী)
- শামীম রুদ্র
সাধারণ সম্পাদক (গণমাধ্যম)
- রিহান সরদার
সাধারণ সম্পাদক (দফতর)
- কাবুল মল্লিক বাবুসাংগঠনিক সম্পাদক - এইচ আই হামজা
প্রচার সম্পাদক - মো. মুশফিকুর হোসেন সাকিব
দফতর সম্পাদক - জাফর ইকবাল
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক - অরিত্র চৌধুরী
অর্থ বিষয়ক সম্পাদক - আক্তার জামিল স্বপন
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক - ইয়াসির আরাফাত তূর্যগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক - প্রদীপ্ত সাক্ষর জয়
সংস্কৃতি বিষয়ক সম্পাদক - সাবরিন আহমেদ
পাঠচক্র ও গবেষণা বিষয়ক সম্পাদক - আরমান হোসেন রুমান
আইন বিষয়ক সম্পাদক - কিংশুক দাস প্রান্ত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক - পৃথিবী আলম রাজনির্বাহী সদস্য - শওকত খান
নির্বাহী সদস্য - নাজমুল হক ভূঁইয়া
নির্বাহী সদস্য - শুভ দেসংগঠনটির সভাপতি হামজা রহমান অন্তর বলেন, 'বিজয়ের সুবর্ণজয়ন্তীতে একুশ সদস্য বিশিষ্ট এই নেতৃত্বকে অভিনন্দন, প্রথম যে একুশ থেকেই আমাদের বাঙালি জাতীয়তাবাদের লড়াইটা শুরু হয়েছিল। শুভ কামনা জানাই নতুন নেতৃত্বকে।'
তিনি জানান, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২ টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই কমিটি তার কার্যক্রম শুরু করবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ