আগামী বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর; মহান বিজয় দিবস। সরকারি ছুটির দিন। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দুই দিন সাপ্তাহিক ছুটি। এই সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা। তাই জরুরি সেবাদানকারী কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মনে এখন ছুটির আমেজ।
চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা। এরমধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ১৬ ডিসেম্বর দেশে সাধারণ ছুটি থাকে।
টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেল স্টেশনে যাত্রী বেড়েছে। অনেকে আগেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।
এদিকে, তিনদিনের ছুটিতে বান্দরবানে খালি নেই হোটেল-মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ। ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত এসব হোটেল-মোটেলের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।
মঙ্গলবার রাতে হোটেল-মোটেল ও রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ