নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি এবং বিরোধী দলীয় অনেক রাজনীতিবিদ এবং তাদের পরিবারের নারী সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় ডা. মুরাদ হাসানকে।
এরপর কানাডার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন এই প্রতিমন্ত্রী তবে সেখানে ঢুকতে না পেরে দুবাইতে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানেও ব্যার্থ হন তিনি। নানা নাটকীয়তার পর দেশে ফিরলেও সাংবাদিকদের এড়াতে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। যদিও এর আগে তিনি সিআইপি গেট ব্যবহার করতেন।
হুডি আর মাস্কে নিজেকে আড়াল করে ট্রলি নিয়ে গাড়িতে ওঠার পর তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। তবে বিমানবন্দর থেকে বের হয়ে গাড়িটি উত্তরার দিকে যেতে দেখা গেছে।
মুরাদ হাসান রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর (সাবেক ২৮ নম্বর) সড়কের ৩০/এ ভবনে পরিবারসহ থাকতেন। এ বাসা ছাড়া আরও দুটি বাসা আছে তার। কিন্তু নিজের বাসায় রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি যাননি বলে জানা গেছে। ধানমন্ডির বাসায় তার স্ত্রী সন্তানরা আছেন।
নানান সমালোচনার মুখে পড়া মুরাদ হাসান প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কানাডা রওনা হয়ে যান তিনি। কিন্তু সেখানে ঢুকতে ব্যর্থ হয়ে চলে যান দুবাই। পরে রবিবার সেখান থেকে দেশে ফিরেন মুরাদ হাসান।
মন্ত্রিত্ব হারালেও সংসদ সদস্য পদে থাকা ডা. মুরাদ হাসানকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি রবিবার বিকাল ৪টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ‘ফ্লাইটস্ট্যাটস’-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাই বিমানবন্দর থেকে রবিবার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মুরাদের দেশে ফেরার খবর শুনে রবিবার বিকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি বর্হিগমন গেটের সামনে অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যম কর্মীরা। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে তিনি অভ্যন্তরীণ টার্মিনালের বর্হিগমন দিয়ে বিমানবন্দর ছাড়েন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ