গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টির কারণে শীত মৌসুমের আমেজে ভাটা পড়লেও এখন রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে , এখন থেকে রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের প্রথম ও শেষ ভাগেও তাপমাত্রা কম থাকবে। এতে রাজধানীসহ সারাদেশে শীত বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। কমবে দিনের তাপমাত্রাও।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, আগামী সাত দিন তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এরপর চলতি মাসের শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ। সে ক্ষেত্রে রংপুর ও রাজশাহী বিভাগে শীত বেশি পড়তে পারে।
গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি সেলসিয়াস। কক্সবাজারের রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ