আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না। মানবিক কারণে দণ্ডাদেশ স্থগিত রেখে বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। উনি বর্তমানে চিকিৎসা করাচ্ছেন। এখন বলে বিদেশে যেতে দিতে হবে। কথায় আছে- দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর শুতে দিলে ঘুমাতে চায়।
মন্ত্রী শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে অসহায়দের মাঝে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, একটা আইনের কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। ওনার বিদেশ যাওয়ার আবেদন আইনমন্ত্রণালয় নাকচ করেছে। ওনার জন্য ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি যে আইনে আবেদন নাকচ করেছি- সেটা সঠিক। তারপরও ওনারা যেটা বলছেন সেটার কোথাও কোনো নজির আছে কিনা সেটা দেখার জন্য আমি সময় চেয়েছি। আমার সময় চাওয়া দেখে ওনারা বলেন আন্দোলন করবেন। আমি বলব মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের ভবিষ্যত পাল্টে দিবে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যাদের ঘর নেই তাদের ঘর দেয়া হবে। যতদিন শেখ হাসিনা আপনাদের সেবা দিবেন ততদিন আপনাদের চিন্তা নেই। আলোচনা শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ