বিমানবন্দর এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার ঘটনায় রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বলাকা অফিসের সামনে একটি পাজেরোতে আগুন লাগে।
খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আর এতেই বিমানবন্দর সড়কে একঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যার ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজট শুরু হয়, যার প্রভাব বিভিন্ন সড়কে পড়ে।
এই দীর্ঘ যানজট একদিকে পৌঁছায় টঙ্গী পর্যন্ত, অন্যদিকে পৌঁছায় রাজধানীর সাতরাস্তা পর্যন্ত। এর প্রভাবে যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর কুড়িল-রামপুরা সড়কেও। একদিকে সপ্তাহের শেষ দিনে ঘরে ফেরার চাপ, অন্যদিকে গাড়িতে আগুনের ঘটনায় যানজটে নাকাল রাজধানীবাসী ।
ডিএমপির ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ বলেন, রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগা গাড়িটিকে সরিয়ে হলেও সড়কে যানজট রয়ে গেছে। এছাড়া রাজধানীর উত্তর অংশে সন্ধ্যার পর থেকে সড়কে এমনিতেই যানজট থাকে। তবে আজ গাড়িতে আগুন লাগার কারণে যানজটের মাত্রা আরও গেছে বেড়ে গেছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ