ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইভ্যালির মালামাল চুরি, ভবন মালিক গ্রেফতার 

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫
সংগৃহীত ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয় ভবনটি ভাড়ায় চালাতেন প্রতিষ্ঠানটির মালিক। ধানমন্ডি ১৪ নম্বরে ওই ভবনের মালিক সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ধানমন্ডি ১১/এ নম্বর রোড থেকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের গ্রেফতারের পর তাদের ধানমন্ডি কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। এতে অনেক মালামাল চুরি হয় কার্যালয় থেকে। পরে এ বিষয়ে একটি মামলা হয় ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের ভবন মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে। ওই মামলায় তাকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়।

জানা গেছে, ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের একজন সদস্য এ চুরির ঘটনায় বাদী হয়ে সালাহউদ্দিনকে আসামি করে মামলাটি করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ