নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার মনসাপাড়া নামক স্থানে লেখা করার সময় ট্রেনে কাটা পড়ে তিন ভাই বোনসহ চারজন নিহত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা দিকে চিলাহাটি থেকে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যায়।
নিহতরা হলেন বউবাজার মনসাপাড়া গ্রামের রিকশা চালক রেজওয়ান আলীর বড় মেয়ে রিমা আক্তার (১২), মেজো মেয়ে লিমা আক্তার (৮) ও ছোট ছেলে মমিনুর রহমান(৬)। এ সময় তাদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান একই গ্রামের শামীম হোসেন (৩০)।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশের রেললাইনে সকলে খেলা করছিল তিন ভাই বোন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন ভাই বোন মারা যান। এ সময় তাদের বাঁচাতে গিয়ে নিহত হন প্রতিবেশী শামীম হোসেন।
এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি চলে যায়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ