সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ভাড়া বাড়ানোর পর শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেবার দাবি মেনে নিয়ে রাজধানীতে চলছে গণপরিবহন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন মিরপুর-ফার্মগেট রোডে চলাচল করা শিক্ষার্থীরা।
আগারগাঁও এলাকায় চলমান ‘আয়াত’ গাড়িতে অবস্থানরত সজীব নামে এক শিক্ষার্থী জানান, কলেজের আইডি কার্ড দেখানোর পর আমার ভাড়া অর্ধেক নিয়েছে। আমরা আশা করি এটা সবসময় চলমান থাকবে।
‘খাজাবাবা’ গাড়ির যাত্রী সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, আমরা শুধু হাফ পাসেই সন্তুষ্ট নয়। আমরা চাই লাইসেন্স যুক্ত গাড়ী এবং ড্রাইভার। সড়ক দুর্ঘটনায় আর কোন মায়ের বুক খালি হোক এটা আর দেখতে চাই না।
‘আয়াত’ বাসের সহকারী আবুল হাসান বলেন, ফার্মগেট থেকে মিরপুর ১০ পর্যন্ত ১৫ টাকা সাধারণ ভাড়া, হাফ পাসে ১০টাকা রাখা হয়। সেখানে অনেক শিক্ষার্থী মাত্র ৫ টাকা ভাড়া দেয়। ৫ টাকা না নিতে চাইলে খারাপ ব্যবহার করে। শিক্ষার্থীরা কার্ড দেখালে আমি হাফ ভাড়া নেই। কিন্তু; কিছু কিছু শিক্ষার্থী কার্ড না দেখিয়ে উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
‘আয়াত’ গাড়ির সুপারভাইজার ইব্রাহীম বলেন, আমাদের যখন কার্ড দেখায় আমরা হাফ পাশ কেটে দেয়। মাঝে মাঝে কিছু শিক্ষার্থী কার্ড দেখাতে চায় না। তারা বলে আমাদের কে দেখে কি শিক্ষার্থী মনে হয় না? আমাদের কলেজে গিয়ে কার্ড দেখে নিয়েন।
‘শিকড়’ বাসের সুপারভাইজার আনোয়ার বলেন, আমরাও চাই সারাদেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করা হোক। এটা শিক্ষার্থীদের অধিকার। তবে অনেক শিক্ষার্থী বন্ধের দিনও হাফ পাস নিতে চায়। তখন নিয়মের কথা বললে ঝামেলা শুরু করে দেয়। আমরা চাই সবাই সবার নিয়ম মেনে বাসে চলাচল করুক।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ