ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন 

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২১, ০২:০৪
সংগৃহীত ছবি

শুরু হলো বিজয়ের মাস ডিসেস্বর। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এ মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবের অধ্যায় সুচিত হয়। এবারের বিজয় দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করছে। এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে জাতি।

এদিকে মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সংগঠনের নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ