ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রামপুরায় নিহত শিক্ষার্থী দুর্জয়ের স্বপ্ন

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২১, ০২:১৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১, ০২:৩৬

রাজধানীতে বাসচাপায় নিহত হলেন আরও একজন শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নামের এই শিক্ষার্থী। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের বন্ধু মাহিন ইসলাম জানান, মাইনুদ্দিন একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। সোমবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বাসায় যাওয়ার পথে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে মাইনুদ্দিন সবার ছোট। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এদিকে মাইনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেন। রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিলেন। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ