ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে ৪ দিনে তিনবার ভূমিকম্প

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২১, ০১:৫৯

৬.১ মাত্রার ভূমিকম্পের ৭২ ঘন্টার পর ফের ভূমিকম্পে কেঁপেছে চট্টগ্রাম। চট্টগ্রামে এ নিয়ে ৩য় বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রিখটার স্কেল ৪.২ মাত্রায় চট্টগ্রামে এ ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, গত ২৬ ও ২৭ নভেম্বর এ দুইদিনের রিখটার স্কেল ৬ দশমিক ১ এবং ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে অনুভূত হয়। তবে আজকের ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত, চীন রাজ্য, মায়ানমার ও চট্টগ্রামে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি অনুসারে, এ ভূমিকম্পেরও উৎপত্তিস্থল গত দুইদিনের মতন ভারত মিয়ানমার বর্ডারে। যা কি না মিয়ানমারের চীন রাজ্যের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৫৪ কিলোমিটার গভীরে। ৩০ দশমিক ১ কোটি টন টিএনটি বিস্ফোরিত হলে যে শক্তি নির্গত হয়, ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে সে মাত্রার কম্পন হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ