বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’। সৌদি আরব ঘূর্ণিঝড়টির এই নাম দিয়েছেন।
আবহাওয়াবিদরা বলছে, ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূলের দিকে যেতে পারে। যাওয়ার সময় খুলনা–সাতক্ষীরা অঞ্চলে পড়তে পারে এর প্রভাব।ৎ
এ প্রসঙ্গে আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি লঘুচাপ সৃষ্টির আভাস দেখা দিয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এটিকে নিম্নচাপ হতে হলে বেশ কয়েকটি ধাপ পার করতে হবে। নিম্নচাপ কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ