ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক দিনে ভ্যাকসিন নিলেন প্রায় পৌনে ১১ লাখ মানুষ 

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ০০:৫৯
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে আরও ১০ লাখ ৭১ হাজার ৯৯৪ জন মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৫৪৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭০ হাজার ৫০৯ জন এবং নারী ৪ লাখ ২০ হাজার ৩৮ জন। দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন ও নারী ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধে ভ্যাকসিন দান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ১৫১ জনে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ৪৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৭০৫ জন।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আজ ২৫ নভেম্বর পর্যন্ত ভ্যাকসিনের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৬ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৪৮২ জন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ