দেশে করোনার ভয়াবহতা কমে আসলেও মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৩ জন। এরমধ্যে মারা গেছেন মোট ৯৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৫ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬ জন। চলতি বছরের নভেম্বরে দুই হাজার ৯৭৮ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, জুনে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া চলতি মাসে সাতজন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাইয়ে ১২ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এছাড়া অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১১৮ জন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ