ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অতিরিক্ত ভাড়া আদায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২১, ০৫:০৯
সংগৃহীত ছবি

নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে ৬৫ বাসকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১১টি স্পটে অভিযান চালিয়েছে। এতে ২৩৩টি ডিজেল ও ১৭টি সিএনজিচালিত মোট ২৫০টি বাস-মিনিবাস তল্লাশি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না, যাচাইবাছাই করে দেখা হয়। এতে ৬৫টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধ প্রমাণ হওয়াই ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গাড়ির সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ