ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আতঙ্কে মেয়র হাউজ, চাপে জাহাঙ্গীরপন্থিরা

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২১, ০২:৫০

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এবার নতুন করে ভর করছে মামলা আতঙ্ক। দুদক অভিযান চালাবে, পুলিশ বাড়িতে প্রবেশ কবে—এমন অজানা আতঙ্ক বাড়ির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে মেয়র জাহাঙ্গীরের মধ্যেও।

আওয়ামী লীগের হারানো পদ ফিরে পাওয়ার চেয়ে জাহাঙ্গীরের সব চেষ্টা এখন মামলা থেকে রেহাই পাওয়া। তার ঘনিষ্ঠজনরা বলছেন, মেয়রের পদ রক্ষায়ও তেমন মনোযোগ নেই তার। জাহাঙ্গীর মনে করছেন, এই পর্যায়ে তার নামে মামলাও দেয়া হতে পারে। তাই বেশি চেষ্টা করছেন যাতে মামলা ঠেকানো যায়।

এদিকে, দল থেকে বহিষ্কারের পর বাড়িতেই অবস্থান করছেন এই বিতর্কিত মেয়র। গতকাল রোববার তিনি সিটি করপোরেশনের কার্যালয়ে অফিসে যাননি।

সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, শনিবার অফিস বন্ধ থাকে। কিন্তু রোববার অফিস খোলা থাকলেও মেয়র জাহাঙ্গীর আলম তার কার্যালয়ে আসেননি।

গত ১৯ নভেম্বরের আগে জাহাঙ্গীর অনুসারীদের উপচে পড়া ভিড় লেগে থাকতো গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে মেয়র হাউজে। লোকের ভিড়ে গমগম থাকা মেয়রের বাড়িটিতে ২০ নভেম্বর সকাল থেকে চলছে সুনসান নীরবতা। সারা দিন শত শত লোকের ভিড়ে এই বাড়ি গমগম করতো। এখন কারও দেখা নেই।

এদিকে, জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়েছে। এতে মেয়র সমর্থক নেতাকর্মীরা অনেকটা বেকায়দায় পড়েছেন। তবে যারা দীর্ঘদিন নানা কারণে মেয়রের রাজনীতিক বিরোধী ছিলেন তারা এখন অনেকটা উজ্জীবিত।

বহিষ্কার হওয়ার পর থেকে আ.লীগের যেসব নেতাকর্মী মেয়র জাহাঙ্গীরের অনুসারী তারা অনেকটা চাপে আছেন। অন্যদিকে আ.লীগের অপর অংশের নেতাকর্মীরা মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের বাসভবন, টঙ্গী থানা আ.লীগের কার্যালয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দেখা করে মতবিনিময় করছেন।

সরেজমিনে টঙ্গীতে আ.লীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন। মহানগর আ.লীগের যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতির বাসায়ও নেতাকর্মীদের ভিড় দেখা যায়। ওই কার্যালয়ে মেয়র জাহাঙ্গীর বিরোধীদের প্রাধান্য বেশি।

স্থানীয় আ.লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মেয়র জাহাঙ্গীর আলম যে বক্তব্য দিয়েছিলেন তা গাজীপুরের আ’লীগের কোনো নেতাকর্মী মেনে নিতে পারেননি। বিশেষ করে টঙ্গী থেকেই এর প্রতিবাদটা বেশি হয়। মেয়র জাহাঙ্গীর দল থেকে বহিষ্কার হওয়ায় গাজীপুরের হাজার হাজার নেতাকর্মীর চাওয়া পূর্ণ হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ