গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।
রোববার সন্ধ্যা রাতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল থেকে শান্তিনগর গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হাসান সোহান, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল কবিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবীন উন নবী খান সোহেল বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি যদি না দেয়া হয় তাহলে আজ যে আগুন মশালে জ্বলছে সে আগুন সারাদেশে ছড়িয়ে পড়বে। এই আগুনে সরকারের ক্ষমতার মসনদ তছনচ হয়ে যাবে। অবিলম্বে বেগম জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ