ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইউপি নির্বাচনে বিদ্রোহী

মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আ.লীগ

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২১, ০৫:৪৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২১, ০৫:৪৮
সংগৃহীত ছবি

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগামী ধাপগুলোকে সহিংসতামুক্ত রাখতে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইউপি বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দেওয়া সংসদ সদস্য (এমপি) ও নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে। নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মদদদাতা, তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে। লিখিত রিপোর্ট এসেছে। এছাড়া মৌখিকভাবেও নাম এসেছে।

তিনি বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে তাদের মদদদাতাদেরও সাংগঠনিক শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। আর বিদ্রোহীদের ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল, সেটা তো থাকবেই। কিন্তু বিদ্রোহীদের যারা মদদ দিয়েছে, তারা হয়তো জেলার নেতা কিংবা উপজেলার নেতা, তাদেরও শাস্তি পেতে হবে। তাদের জন্য শাস্তি রয়েছে।

ওবায়দুল কাদের জোর দিয়ে বলেন, এই মদদদাতা জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রী কিংবা এমপি হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচনী সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনী সহিংসতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার উপাদান যুক্ত হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ করে মন্ত্রীকে ও আইজিপিকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। এসব ব্যাপারে আরও কঠোর হতে বলেছেন তিনি। যাতে এ ধরনের অবাঞ্ছিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ