সারা দেশে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও মিনিবাসে অভিযান চালিয়ে দুই লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৫টি স্পটে অভিযান চালিয়েছে।
এতে ২৩২টি ডিজেল ও ৩৪টি সিএনজি চালিত মোট ২৬৬টি বাস মিনিবাস তল্লাশি করে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কিনা যাচাই বাচাই করে দেখা হয়। তাতে ৬৯টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেয়ার অপরাধ প্রমাণ হওয়াই দুই লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় এবং সরকারি কাজে বাধা প্রদানের জন্য এক গাড়ি চালককে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো.সরওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন, যাত্রীদের অভিযোগ শোনেন এবং সমস্য সমাধান করেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ