ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু সেতুর নতুন টোল মধ্যরাত থেকে কার্যকর

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২১, ০৬:০৬
সংগৃহীত ছবি

যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুতে যানবাহন চলাচলের জন্য নতুন টোল হার পুনর্নির্ধারণ করে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। নতুন এ টোল হার আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অর্থাৎ শুক্রবার হতে কার্যকর হবে।

গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর নতুন টোল হার গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত বাতিল করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আবার টোল কার্যকরের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এদিকে ১০ বছর পর বঙ্গবন্ধু সেতুর টোল হার বাড়ল। গড়ে ১৭ শতাংশ টোল বৃদ্ধি করা হলেও যানবাহন ভেদে তা বাড়ছে ১০-২৫ শতাংশ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ