ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতেও শিক্ষার্থীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ 

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২১, ০৪:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী থেকে হাফ পাস ভাড়া না নেয়াকে কেন্দ্র করে লাঞ্ছনার ঘটনায় বাস ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় এক শিক্ষার্থীকে পুলিশ আটক করলে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাঁখারি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করে আটক শিক্ষার্থীর সহপাঠীরা। তবে রাত ২টায় প্রক্টরিয়াল বডির অনুরোধে পুলিশ আটক শিক্ষার্থীকে ছেড়ে দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সকালে একজন জবি ছাত্রী বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে আসার সময় সেই বাসের হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এর জেরে, সেই বাস সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে ভিকটিমের সহপাঠীরা উত্তেজিত হয়ে বাস ভাঙচুর করেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ এক ছাত্রকে আটক করে।

এতে উত্তেজিত হয়ে ক্যাম্পাসের সামনের রাস্তা অবরোধ করেন জবি শিক্ষার্থীরা। সেখানে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে শিক্ষার্থীদের অবরোধ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ