রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনের রাস্তা ওপর বড় একটি গাছ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। গাছটি অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. রায়হান জানান, রোববার রাত ৮টা ৫ মিনিটে গাছটি রাস্তার ওপরে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিট থেকে গাছ অপসারণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে গতকাল থেকে হালকা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি ভেঙে রাস্তায় পড়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ