ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভ্যাকসিন পেলেন আরও ৪ লাখ ৮১ হাজার মানুষ 

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২১, ০০:৪৮

রাজধানীসহ সারাদেশে শনিবার ৪ লাখ ৮১ হাজার ৭৩২ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২ লাখ ১১ হাজার ১৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২ লাখ ৭০ হাজার ৫৭৩ জনকে।

এ নিয়ে দেশে মোট ভ্যাকসিন গ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৫৪ জনে। এর মধ্যে প্রথম ডোজ ৫ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৮৬৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৫ হাজার ১৯০ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহিতা ২ লাখ ১১ হাজার ১৫৯ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫১৭ জন ও নারী ১ লাখ ৪ হাজার ৬৪২ জন। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহিতা ২ লাখ ৭০ হাজার ৫৭৩ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৬৮৯ জন ও নারী ১ লাখ ৩৩ হাজার ৮৮৪ জন।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

এগুলো দেয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এছাড়া এখন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৬৫৬ জন।

উল্লেখ্য, চলিত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনদান কর্মসূচি শুরু হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ