ডিজেল ও কেরোসিনের দাম বাড়লেও বাড়ছে না পেট্রোল-অকটেনের দাম। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।
বৃহস্পতিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এ কথা বলেন তিনি।
আনিছুর রহমান বলেন, ডিজেলের পর পেট্রোল-অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়ার কথা সঠিক নয়। পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য আর সামান্য অকটেন আমদানি করা হয়। আমরা কিছু মিডিয়ায় এমন খবর দেখেছি। এসবের কোনো সত্যতা নেই। সে কারণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বিষয়ে কাজ করছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ