মহামারি করোনাভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ মানাতে মামলা-জরিমানা করেও লোকজনকে ঘরে রাখা যাচ্ছে না। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৭ম দিনে অকারণে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদিন ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা করা হয়েছে। পাশাপাশি ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, লকডাউনের সপ্তম দিন বুধবার ওই ব্যক্তি ও যানবহনের বিরুদ্ধে নিয়ম না মানার অপরাধে ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় অভিযান চালানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয় এবং ১ হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ