ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

দেশে ৮ কোটির বেশি ভ্যাকসিন প্রয়োগ 

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ০৪:৫৬
সংগৃহীত ছবি

সারাদেশে গতকাল ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৪৫ জনকে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিন দান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন। অর্থাৎ ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেয়া শেষ হয়েছে।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন।

এদিকে মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সৌদি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এসব ভ্যাকসিন বিনা মূল্যে দেয়া হচ্ছে, যা এই সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাতে পারে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ